আগরতলায় শুরু জাতীয় অনূর্ধ্ব-১৭ যোগাসন প্রতিযোগিতা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ৩ জানুয়ারি (হি.স.) : যোগাসনের মত মহান ভারতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে ত্রিপুরায় শুরু হল ন্যাশনাল স্কুল গেমস ২০২৫-২৬-এর অনূর্ধ্ব-১৭ বালক বিভাগীয় যোগাসন প্রতিযোগিতা। শনিবার আগরতলার নেতাজী সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে (এনএসআরসিসি) প্রতিযোগিতার আন
যোগাসন প্রতিযোগিতা


আগরতলা, ৩ জানুয়ারি (হি.স.) : যোগাসনের মত মহান ভারতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে ত্রিপুরায় শুরু হল ন্যাশনাল স্কুল গেমস ২০২৫-২৬-এর অনূর্ধ্ব-১৭ বালক বিভাগীয় যোগাসন প্রতিযোগিতা। শনিবার আগরতলার নেতাজী সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে (এনএসআরসিসি) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, “যোগাসনের এই জাতীয় স্তরের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার প্রতীক। ত্রিপুরার জন্য আজ একটি গর্বের দিন।” তিনি জানান, দেশের ৩৫টি রাজ্য থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী এই যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এই তরুণ ক্রীড়াবিদরাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের পাশাপাশি ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, ২০১৪ সালে জাতিসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার পর যোগব্যায়াম ভারতের এক অমূল্য উপহার হিসেবে বিশ্ব দরবারে সম্মান অর্জন করেছে। ত্রিপুরার ছেলেমেয়েরাও বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলে মুখ্যমন্ত্রী জানান।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায় বলেন, ত্রিপুরার বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের প্রতিযোগীরা এবারও ভাল ফলাফল করবে।

ধন্যবাদসূচক বক্তব্যে ক্রীড়া দফতরের সচিব ডঃ পি. কে. চক্রবর্তী বলেন, যোগা ভারতের গৌরবময় ঐতিহ্য এবং এটি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ জাতীয় ঐক্যের প্রতীক বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের অধিকর্তা এল. ডার্লং, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড, যুব বিষয়ক ও ক্রীড়া দফতর এবং স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande