
আগরতলা, ৩ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গঠিত উত্তর-পূর্ব যুব কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটির একটি প্রতিনিধিদল শনিবার প্রয়াত অ্যাঞ্জেল চাকমার বাড়িতে যায়। সম্প্রতি দেরাদুনে দুষ্কৃতকারীদের হামলায় অ্যাঞ্জেল চাকমার মৃত্যু হয়।
সফর চলাকালীন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের (আইওয়াইসি) সভাপতি উদয় ভানু চিব ভিডিও কলের মাধ্যমে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সাংবাদিকদের জানান, “এটি রাজ্য ও দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা।” তিনি আরও বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্দেশে এই প্রতিনিধিদল অ্যাঞ্জেল চাকমার পরিবারের পাশে দাঁড়াতে এসেছে।
এদিন রাতে ঘটনার প্রতিবাদে আগরতলায় একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। যুব কংগ্রেসের নেতৃত্ব দাবি করেছে, এই হামলার বিরুদ্ধে আওয়াজ আরও জোরদার করা হবে এবং এটি শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়—মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বৃহত্তর প্রশ্ন হিসেবে তুলে ধরা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ