
কৈথাল, ৩ জানুয়ারি (হি.স.): সাইবার প্রতারকরা এখন এনসিবি, সিবিআই, এনআইএ–সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করছে। এই প্রেক্ষিতে শনিবার কৈথালের পুলিশ সুপার সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিন এসপি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতীয় আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কোনও ধারণা বা বিধান নেই। সাম্প্রতিককালে এক নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ সামনে আসছে, যেখানে প্রতারকরা ফোন বা হোয়াটসঅ্যাপ/ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে ভুয়ো অভিযোগ তোলে। প্যান বা আধার কার্ড ব্যবহার করে মাদক ভর্তি পার্সেল পাঠানোর মিথ্যা অভিযোগ তুলে ভয় দেখানো হয়।
ভয় দেখিয়ে কখনও কোর্ট ফি, কখনও জামিন, আবার কখনও মামলা থেকে নাম বাদ দেওয়ার অজুহাতে টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে ভুয়ো পুলিশ অফিসারের ভিডিও দেখিয়ে নকল নোটিস ধরিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর কথা বলে একটি ঘরে বন্ধ থাকতে বাধ্য করা হয়।
এসপি আরও জানান, কোনও সরকারি সংস্থা বা তদন্তকারী সংস্থা কখনও ব্যক্তিগতভাবে টাকা জমা দিতে বলে না। তিনি নাগরিকদের অনুরোধ করেছেন—অচেনা নম্বরের কল বা ভিডিও কল এড়িয়ে চলতে, আতঙ্কিত না হতে এবং কোনও অবস্থাতেই ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার না করতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য