পূর্ণিমায় গঙ্গাস্নান করলেন টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি
হরিদ্বার, ৩ জানুয়ারি (হি.স.): পূর্ণিমা তিথিতে হরিদ্বারে গঙ্গাস্নান করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। ব্যক্তিগত কাজে দেহরাদূনে আসার সময় সুযোগ পেয়ে তিনি উত্তরাখণ্ডের হর কি পৌরীতে গঙ্গায় পুণ্যস্নান করেন। ঋষিকেশ ক্রিয়েটিভ প্রোডাকশনে
পূর্ণিমায় গঙ্গাস্নান করলেন টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি


হরিদ্বার, ৩ জানুয়ারি (হি.স.): পূর্ণিমা তিথিতে হরিদ্বারে গঙ্গাস্নান করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। ব্যক্তিগত কাজে দেহরাদূনে আসার সময় সুযোগ পেয়ে তিনি উত্তরাখণ্ডের হর কি পৌরীতে গঙ্গায় পুণ্যস্নান করেন।

ঋষিকেশ ক্রিয়েটিভ প্রোডাকশনের কর্ণধার চিন্ময় পণ্ডিতের সঙ্গে হরিদ্বারে পৌঁছে অর্জুন বিজলানি বলেন, পূর্ণিমার মতো পবিত্র দিনে গঙ্গাস্নান করে তিনি গভীর মানসিক শান্তি অনুভব করেছেন। তিনি জানান, এর আগেও বারাণসীতে গঙ্গাদশমীর দিনে গঙ্গাস্নানের অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয়।

এদিন গঙ্গা সভার সম্পাদক উজ্জ্বল পণ্ডিত অর্জুন বিজলানিকে রুদ্রাক্ষের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। অভিনেতা দেশ-বিদেশের ভক্তদের বিশ্বখ্যাত হর কি পৌরীতে এসে গঙ্গাস্নানের আহ্বান জানান।

উল্লেখ্য, অর্জুন বিজলানি হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। ‘নাগিন’, ‘ইশ্‌ক মে মরজাওয়াঁ’, ‘মেরি আশিকি তুম সে হি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande