
নাহান, ৩ জানুয়ারি (হি.স.) : বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই এলাকার এক যুবককে মানব পাচারের ফাঁদে ফেলে মায়ানমারে সাইবার অপরাধে বাধ্য করার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী যুবকের নাম প্রবীণ শর্মা।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, এক এজেন্ট ব্যাংককে ভালো চাকরির আশ্বাস দিয়ে প্রবীণের কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়। থাইল্যান্ডে পৌঁছানোর পর তাঁকে প্রতারণার মাধ্যমে সীমান্ত পেরিয়ে জঙ্গলের পথ ধরে অবৈধভাবে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে একটি সংস্থার হাতে তুলে দিয়ে আটকে রাখা হয়।
অভিযোগ অনুযায়ী, প্রবীণের নামে ভুয়ো পরিচয় তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তির মাধ্যমে বিদেশিদের সঙ্গে অশ্লীল ভিডিও কল ও চ্যাট করতে বাধ্য করা হয়। কাজ করতে অস্বীকার করলে মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
পরবর্তীতে থাইল্যান্ড সেনাবাহিনীর অভিযানে প্রবীণ-সহ কয়েকজনকে উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাঁকে আট দিন থাইল্যান্ডের জেলে থাকতে হয়। শেষে ২০২৫ সালের ১০ নভেম্বর ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে তিনি দেশে ফেরেন।
সিরমৌরের পুলিশ সুপার জানান, শিলাই থানায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, বিদেশে চাকরির নামে অচেনা বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়ার জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য