পাটলিকুহলে ৯৫৮ গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি
কুল্লু, ৩ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লু জেলার পাটলিকুহল থানার পুলিশ ৯৫৮ গ্রাম মাদক ( গাঁজা )-সহ এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাউ
পাটলিকুহলে ৯৫৮ গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি


কুল্লু, ৩ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লু জেলার পাটলিকুহল থানার পুলিশ ৯৫৮ গ্রাম মাদক ( গাঁজা )-সহ এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাউগি নালা এলাকার কাছে টহল দেওয়ার সময় পুলিশকে দেখে এক ব্যক্তি আচমকা ঘাবড়ে যায়। সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৯৫৮ গ্রাম মাদক ( গাঁজা ) উদ্ধার হয়।

অভিযুক্তের নাম বুধ রাম (৩২)। তিনি কুল্লু জেলার সোয়াল গ্রামের বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের ( গাঁজা ) উৎস ও সরবরাহ চক্র সম্পর্কে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande