
জোলাইবাড়ি (ত্রিপুরা), ৩ জানুয়ারি (হি.স.) : নাবালিকা ধর্ষণের অভিযোগে পশ্চিম জোলাইবাড়ির বাসিন্দা এবং জোলাইবাড়ি সোশ্যাল হেলথ সেন্টারের কর্মী বিকাশ নমঃ(৩৬)–কে গ্রেফতার করেছে বাইখোরা থানার পুলিশ। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে নির্যাতিতা মেয়েটি থানায় অভিযোগ দায়ের করলে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিকাশ নমঃ বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। অভিযোগকারী নাবালিকা বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা, যা ঘটনাটিকে আরও গুরুতর রূপ দিয়েছে। প্রাথমিক তদন্তের পর মামলাটি বিএনএস আইন এবং পকসো আইনের ৬৫-১/৩৫১-১ ধারার অধীনে মামলা নং ১ হিসেবে রুজু করা হয়েছে।
বাইখোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষ্ণু দাস জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। শনিবার তাকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হয়।
ঘটনাটি জোলাইবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নাবালিকার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ