
সাব্রুম (ত্রিপুরা), ৩ জানুয়ারি (হি.স.) : কৃষি মহাবিদ্যালয় ত্রিপুরা এবং ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড–এর যৌথ উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল একদিনের “প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি”। কর্মসূচির মূল বিষয় ছিল “ত্রিপুরায় রবি রাজমা চাষের উত্তম কৃষি পদ্ধতি”। এ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ (আইআইপিআর), কানপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন ৩৯- মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মইলাফ্রু মগ, বিশেষ অতিথি হিসেবে দৌলবাড়ি পঞ্চায়েত প্রধান স্বপ্না ঘোষ, বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানির এমডি সুদীপ মজুমদার, এবং এমএমডি কলেজের অধ্যক্ষ অনুপম গুহ প্রমুখ।
কারিগরি অধিবেশনে ডঃ অভিজিৎ সাহা ও ডঃ দুর্গাপ্রসাদ অবস্থি রাজমার বৈজ্ঞানিক চাষাবাদ, উৎপাদন প্রযুক্তি ও রোগ–পোকা ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী কৃষকরা রাজমা ও কাল মটরশুঁটির ক্লাস্টার প্লট পরিদর্শন করেন।কর্মসূচির মাধ্যমে রবি মৌসুমে রাজমা চাষে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে আয়োজকরা জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ