
লন্ডন, ৪ জানুয়ারি (হি.স.) : শনিবার ভাইটালিটি স্টেডিয়ামে প্রথমে গোল হজমের পরও স্বাগতিক বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেছেন ইংলিশ তারকা ডেক্লান রাইস। বাকি গোলটি গ্যাব্রিয়েল ম্যাগালহেসে। বোর্নমাউথের পক্ষে ইভানিলসন ও এলি জুনিয়র ক্রুপি গোল করেন।
গত মরসুমে লিগের দুই লেগেই বোর্নমাউথের কাছে হেরেছিল আর্সেনাল।
২০ ম্যাচ শেষে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল। আর বোরর্নমাউথ ২০ ম্যাচে ৫ জয় ও ৮ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি