
কাঠমান্ডু, ৪ জানুয়ারি (হি.স.) : নেপালে টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় একাধিক বিমানবন্দরে অভ্যন্তরীণ উড়ান সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে।
কুয়াশার কারণে ভদ্রপুর, বিরাটনগর, রাজবিরাজ, জনকপুর, সিমরা, ভৈরহাওয়া, নেপালগঞ্জ ও ধনগড়ি বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান পরিষেবা স্থগিত রয়েছে। গত কয়েকদিন ধরে কুয়াশার জেরে বর্তমানে এসব বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে পড়েছে।
রবিবার নেপাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তরাই অঞ্চলের একাধিক জেলায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। নিরাপত্তার কারণে উড়ান বাতিল করতে হচ্ছে। বিগত ১০ দিনে শতাধিক অভ্যন্তরীণ বিমান বাতিল হয়েছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য