প্রিমিয়ার লিগ : জয়ের দেখা পেল উলভারহ্যাম্পটন
লন্ডন, ৪ জানুয়ারি(হি.স.): অবশেষে ২০তম ম্যাচে এসে জয়ের মুখ দেখা পেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। প্রিমিয়ার লিগের চলতি মরসুমে প্রথম ১৯ ম্যাচে সংগ্রহ করেছিল মাত্র ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা দলটার অবনমিত হওয়া নিশ্চিতই বলা যায়। নতুন বছর
প্রিমিয়ার লিগ :জয়ের দেখা পেল উলভারহ্যাম্পটন


লন্ডন, ৪ জানুয়ারি(হি.স.): অবশেষে ২০তম ম্যাচে এসে জয়ের মুখ দেখা পেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। প্রিমিয়ার লিগের চলতি মরসুমে প্রথম ১৯ ম্যাচে সংগ্রহ করেছিল মাত্র ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা দলটার অবনমিত হওয়া নিশ্চিতই বলা যায়। নতুন বছরে তাদের প্রথম ম্যাচটা ছিল অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ঘরের মাঠে দারুণ এক জয়ের খরা কাটাল রব অ্যাডওয়ার্ডসের শিষ্যরা।

শনিবার মলিনাক্স স্টেডিয়ামে সফরকারী ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয়ের দেখা পেল উলভারহ্যাম্পটন। ম্যাচের তিনটি গোলই হয় প্রথমার্ধে। জন আরিয়াস, হোয়াং হি-চান ও মাথেউস মানে উলভসের পক্ষে গোল তিনটি করেন।

এই জয়ের পর ২০ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০ নম্বরেই থাকছে উলভারহ্যাম্পটন। সমান ম্যাচে ৩ জয় ও ৫ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্টহ্যাম।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande