
বেনোনি, ৪ জানুয়ারি(হি.স.): শনিবার বেনোনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে ২৫ রানে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতির জয়সূচনা করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৩০১ রান করে, টপ অর্ডার ভেঙে পড়ার পর মিডল অর্ডারের উল্লেখযোগ্য অবদানের জন্য। সপ্তম ওভারের মধ্যেই ওপেনার অ্যারন জর্জ (৫) এবং বৈভব সূর্যবংশী (১১) ফিরে আসেন, দলের রান তখন মাত্র ৩৪ রান।
১৫তম ওভারে ৪ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে সফরকারী দল যখন ঝামেলার মুখে পড়ে, তখন হরবংশ পাঙ্গালিয়া এবং আরএস আমব্রিশ পঞ্চম উইকেটে ১৩৭ রান যোগ করে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করেন।
৭৯ বলে ৬৫ রান করে আউট হওয়ার সময়, পাঙ্গালিয়া লড়াই চালিয়ে যান, ষষ্ঠ উইকেটে কানিশ চৌহানের সঙ্গে আরও ৫৮ রান যোগ করেন এবং তার সেঞ্চুরি থেকে সাত রান দূরে থাকেন।
পাঙ্গালিয়ার বিদায়ের পর, অলরাউন্ডার খিলান প্যাটেল ১২ বলে ২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে তিনটি ছক্কা ছিল, যা ভারত অনূর্ধ্ব-১৯ কে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায়।
ওপেনার জোরিখ ভ্যান শালকউইকের অপরাজিত ৬০ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ২৭.৪ ওভারে চার উইকেটে ১৪৮ রান তোলে, যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর কোনও খেলা সম্ভব না হওয়ায়, ডিএলএস পদ্ধতিতে ভারত ২৫ রানের জয় পায়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ ৫০ ওভারে ৩০১ (হরবংশ পাঙ্গালিয়া ৯৩, আরএস আমব্রিশ ৬৫, জেজে বেসন ৪/৫৪) দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ কে ২৭.৪ ওভারে ১৪৮/৪ (জোরিখ ভ্যান শালকউইক ৬০, আরমান মানাক ৪৬) হারায়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি