
নামিবিয়া, ৪ জানুয়ারি (হি.স.) :টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড শনিবার ঘোষণা করেছে নামিবিয়া। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ঘোষিত স্কোয়াডে নামিবিয়া দল তরুণদের ওপর ভরসা রেখেছে।
নামিবিয়া বিশ্বকাপে খেলবে শক্তিশালী গ্রুপে। তাদের গ্ৰপে রয়েছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেইন গ্রিন (উইকেটকিপার), বার্নার্ড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মলান ক্রুগার, জান নিকল লফটি–ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জান বাল্ট, ডিলান লাইচর, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো, আলেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্ক (রিজার্ভ)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি