নবম জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সিলোনা
বার্সিলোনা, ৪ জানুয়ারি(হি.স.): শনিবার আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে শিরোপাপ্রত্যাশী বার্সিলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোনও দল গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মি
নবম জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সিলোনা


বার্সিলোনা, ৪ জানুয়ারি(হি.স.): শনিবার আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে শিরোপাপ্রত্যাশী বার্সিলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোনও দল গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মিনিটের ব্যবধানে দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কি গোল করলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

মরসুমের ১৯ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সিলোনা। ১৬ ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। শাবি আলনসোর শিষ্যরা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande