
হাইলাকান্দি (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের এমএসএমই মন্ত্রকের রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই পারফরম্যান্স স্কিমের অধীনে হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার এবং আসাম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর উদ্যোগে লালার ধনীপুর রোডে অবস্থিত সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোম সমাগম’ শীর্ষক স্বদেশী মেলা আজ সোমবার থেকে শুরু হয়েছে।
হাইলাকান্দির সহকারী কমিশনার অনুশ্রুত কাশ্যপ মেলার উদ্বোধন করেছেন। বিভিন্ন এসএইচজি-র উৎপাদিত সামগ্রী ক্রেতাদের কাছে তুলে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে ৫০টির বেশি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলে স্থানীয় এমএসএমই, স্টার্ট-আপ, কারিগর এবং স্বনির্ভর গোষ্ঠীর বিস্তৃত পণ্য, উদ্ভাবন এবং পরিষেবা প্রদর্শন তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রীর প্রশংসা করে বক্তব্য পেশ করেছেন লালা পুরসভার এগজিকিউটিভ অফিসার অভিজিৎ বে, মোয়াজ্জেম হোসেন, দেবাশিস গুহ ঠাকুরিয়া, নজমুল আলম এবং জি শ্যাম সিংহ। স্বাগত বক্তব্য পেশ করেছেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আমিন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস