রামপুরহাটে যাওয়ার মুখে অভিষেকের চপার আটকে থাকল দু’ঘন্টা
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের সভায় যাওয়ার মুখে বাধা আসে। হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। দীর্ঘক্ষণ ধরে বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের সভায় যাওয়ার মুখে বাধা আসে। হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

দীর্ঘক্ষণ ধরে বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে প্রায় দু'ঘণ্টা পর মেলে কপ্টার ওড়ার অনুমতি। তবে, অভিষেকের নির্দিষ্ট কপ্টারের বদলে তাঁকে যেতে হয় অন্য কপ্টারে।

মঙ্গলবার বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে করে বীরভূমের দুবরাজপুরে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু ঘন কুয়াশার কারণে কপ্টার ওড়ার অনুমতি পেতে সমস্যা হয়। ফলে বেহালা ফ্লাইং ক্লাবেই আটকে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কুয়াশা কিছুটা কমলে বেলা ২টো নাগাদ অন্য কপ্টারে করে ওড়ার অনুমতি দেয় ডিজিসিএ। প্রশাসনিক জটিলতার কারণেই এই বাধা, বলে তৃণমূল সূত্রে জানা গেলেও বিষয়টিকে নিছক প্রযুক্তিগত ত্রুটি মানতে নারাজ তৃণমূলের একাংশ। তাঁদের অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপির ‘পরিকল্পিত বাধা’।

অপেক্ষমান অবস্থায় অভিষেক জানিয়েছিলেন, অনুমতি না মিললে প্রয়োজনে সড়কপথে রামপুরহাটে পৌঁছবেন। রামপুরহাটে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখাও করবেন। গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত বলেই দাবি তৃণমূলের। সিপিএম-কংগ্রেসের প্রশ্ন, “বীরভূম যেতে চপার লাগে?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande