সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বীরভূম, ৬ জানুয়ারি (হি.স.): সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বিবি। তাঁর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন তিনি। পরে অভিষেক
সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


বীরভূম, ৬ জানুয়ারি (হি.স.): সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বিবি। তাঁর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন তিনি। পরে অভিষেক বলেন, আমার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সোনালি খাতুনের সঙ্গে দেখা করেছি। দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। সোনালি আমাকে জানিয়েছে, কীভাবে দিল্লি পুলিশ এবং বিএসএফ তাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল। তারা তাকে লাঠি দিয়ে মারধর করেছিল। সে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। পরে যখন সে ঢাকায় পৌঁছয়, তখন বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করে। এখনও পর্যন্ত তার স্বামী দানিশ শেখ বাংলাদেশে আছেন। এটা খুবই ভয়াবহ। সে প্রায় ৭ থেকে ৮ মাস বাংলাদেশে ছিল। এই গর্ভবতী মহিলাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। শুধু বাংলা বলার কারণে, সে বাংলার মেয়ে বলে তাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। তার বাবা-মায়ের নাম ভোটার তালিকায় আছে; কীভাবে তারা তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠাতে পারে? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে তারা ধমক খেয়েছে। সোনালি এবং তার বাবা-মা আমাকে নবজাতক শিশুটির নাম রাখতে বললেন। আমি তার সন্তানের নাম রেখেছি 'আপন'। আমি কয়েক মাসের মধ্যে আবারও তাদের বাড়িতে যাব। সোনালির স্বামী দানিশের মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে ছিল। আমরা তাদের আইনি সাহায্য করব। যত তাড়াতাড়ি সম্ভব দানিশকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করব। এদিন তারাপীঠ মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে নির্ধারিত জনসভার পরে তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখা করেন। তার পরে তিনি মন্দিরে যান এবং পুজো দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande