
বাঁকুড়া, ৬ জানুয়ারি (হি. স.) : মোটরসাইকেল নিয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার কবলে চার যুবক। গুরুতর জখম অবস্থায় চারজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার রাত ১১
নাগাদ ঘটনাটি ঘটে। গভীর রাতে শুনশান রাস্তায় কনকনে ঠান্ডায় স্টান্ট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি মোটরসাইকেল পরস্পরকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার মোটরসাইকেল আরোহীই। এই দুর্ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদমারিডাঙায় পুলিশ সুপারের কার্যালয়ের সন্নিকটে সোমবার রাত এগারোটা নাগাদ মোটর সাইকেল স্টান্ট কর ছিল কয়েকজন যুবক। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি মোটরসাইকেল জোরে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই মোটরসাইকেলগুলিতে থাকা ৪ আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ৪ বাইক আরোহীরই আঘাত গুরুতর।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট