মমতা পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমস্যা হয়ে উঠেছেন : অধীর চৌধুরী
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ''সাধারণ নাগরিক'' হিসেবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুর
অধীর চৌধুরী


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন 'সাধারণ নাগরিক' হিসেবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় এসআইআর কার্যকর হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন, তিনি রাজ্যে এটি কার্যকর হতে দেবেন না। দ্বিতীয়ত, তাঁর দল হুমকি দিয়েছিল, যদি বাংলায় এসআইআর কার্যকর করা হয়, তবে রক্তের নদী বইবে। এসআইআর এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শুরু থেকেই এসআইআর-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেননি কেন? ত্রাণকর্তা হওয়ার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। আমরাও দেখতে চাই, তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে কীভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande