নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধে জড়ানোয় মমতা-অভিষেককে কটাক্ষ তথাগতর
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : “জ্ঞানেশ কুমারকে ''ভ্যানিশ কুমার'' করে ভেবেছিলেন কেল্লা ফতে করবেন। কিন্তু ভ্যানিশ হয়ে গেল আটান্ন লক্ষ মৃত, ভুতুড়ে, বাংলাদেশী, রোহিঙ্গিয়া ও নানা রকম দু''নম্বর ভোটার!” মঙ্গলবার বিকেলে এক্সবার্তায় এই মন্তব্য করলেন
তথাগত রায়


কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : “জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' করে ভেবেছিলেন কেল্লা ফতে করবেন। কিন্তু ভ্যানিশ হয়ে গেল আটান্ন লক্ষ মৃত, ভুতুড়ে, বাংলাদেশী, রোহিঙ্গিয়া ও নানা রকম দু'নম্বর ভোটার!” মঙ্গলবার বিকেলে এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সম্প্রতি নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তপ্ত বাক্যবিনিময় খবর হয়েছিল। মূলত সেটি মাথায় রেখেই তথাগতবাবু এদিন লিখেছেন, “

যত দিন যাচ্ছে মমতার আর ভাইপোর আর্তনাদ তত বাড়ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ না করে তথাগতবাবু লিখেছেন, “এবার বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করবেন। আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি। বুঝতে পারবেন সুপ্রিম কোর্টটা মেঠো বক্তৃতার জায়গা নয়। আরো ভালো হত যদি ভাইপো গিয়ে বিচারপতিদের বলত, মনে রাখবেন আপনারা মনোনীত, আমি নির্বাচিত। তারপর আদালত অবমাননার দায়ে till the rising of the Court কারাবাস হত।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande