
ধুবড়ি (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : গোটা অসমে প্রচণ্ড ঠাণ্ডা এবং তীব্র শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ধুবড়ি জেলা প্রশাসন আগামীকাল ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত জেলার অন্তর্গত সব সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
আজ মঙ্গলবার ডিস্ট্রিক্ট কমিশনারের নিৰ্দেশে জেলা বিদ্যালয়সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, জেলায় অবস্থিত সকল সরকারি, প্রাদেশিককৃত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সহ নিম্ন প্রাথমিক (এলপি), উচ্চ প্রাথমিক (ইউপি), মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
তবে প্রশাসন স্পষ্ট করেছে, এই ছুটি নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে রাজ্যের শিক্ষা দফতরও অসমে চলমান প্ৰচণ্ড শৈত্যপ্ৰবাহের জন্য সরকারি বিদ্যালয়গুলি খোলা এবং বন্ধের সময়সূচিতে কিছু পরিবৰ্তন করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস