তীব্র শৈত্যপ্রবাহ, আজ ৬ জানুয়ারি মরিগাঁও জেলায় সব বিদ্যালয় বন্ধ ঘোষণা প্রশাসনের
মরিগাঁও (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : অসম জুড়ে চলমান তীব্র শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে মরিগাঁও জেলা প্রশাসন আজ ৬ জানুয়ারি জেলার অন্তর্গত সকল বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। সোমবার রাত
প্ৰচণ্ড ঠাণ্ডার জের (ফাইল ফটো)


মরিগাঁও (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : অসম জুড়ে চলমান তীব্র শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে মরিগাঁও জেলা প্রশাসন আজ ৬ জানুয়ারি জেলার অন্তর্গত সকল বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।

সোমবার রাতে ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমোদনক্রমে জেলা বিদ্যালয়সমূহের পরিদর্শক অপূর্ব ঠাকুরিয়া এক সরকারি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে। আদেশ অনুযায়ী, জেলায় অবস্থিত সকল সরকারি, প্রাদেশিককৃত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সহ নিম্ন প্রাথমিক (এলপি), উচ্চ প্রাথমিক (ইউপি), মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬ জানুয়ারি বন্ধ থাকবে।

তবে প্রশাসন স্পষ্ট করেছে, এই ছুটি নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ৬ জানুয়ারি দশম শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।

জেলা বিদ্যালয়সমূহের পরিদর্শক আরও জানিয়েছেন, এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে পূর্ববর্তী জারিকৃত আদেশটি বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande