দিনের আলোতেই জঙ্গলে ফিল্মি কায়দায় সশস্ত্র ছিনতাই, আহত পিএনবি সিএসপি এজেন্ট
ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি ( হি. স.) : ঝাড়গ্রামের জামবনি এলাকায় দিনের আলোতেই জঙ্গলের মধ্যে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জামবনির বাহিরগ্রাম সংলগ্ন জঙ্গলে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা।
ছিনতাই


ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি ( হি. স.) : ঝাড়গ্রামের জামবনি এলাকায় দিনের আলোতেই জঙ্গলের মধ্যে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জামবনির বাহিরগ্রাম সংলগ্ন জঙ্গলে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি এজেন্ট সুব্রত সিংহ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জামবনির পিএনবি শাখা থেকে একাধিক গ্রাহকের টাকা তুলে সুব্রত সিংহ চুটিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় বাহিরগ্রামের জঙ্গলের ভিতরে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। আচমকাই মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তারা। প্রায় এক ঘণ্টা ধরে দুষ্কৃতীদের সঙ্গে সুব্রতবাবুর ধস্তাধস্তি চলে বলে জানা গেছে। এক পর্যায়ে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে বন্দুকের আঘাতে তিনি আহত হন।অভিযোগ, সাহায্যের জন্য পথচলতি মানুষদের ডাকলেও কেউ ভয়ে এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সুব্রত সিংহকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ির সন্ধানে তল্লাশি চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিনের বেলায় এই ধরনের সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande