রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সাঁইথিয়া হাসপাতালে
বীরভূম, ৬ জানুয়ারি (হি.স.) : রোগী মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। শ্বাস কষ্ট নিয়ে সকালে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমের সাঁইথিয়ার ৩ নম্বর ওয়ার্ড বড়কালি তলা এলা
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সাঁইথিয়া হাসপাতালে


বীরভূম, ৬ জানুয়ারি (হি.স.) : রোগী মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে।

শ্বাস কষ্ট নিয়ে সকালে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমের সাঁইথিয়ার ৩ নম্বর ওয়ার্ড বড়কালি তলা এলাকার বাসিন্দা দেব প্রসন্ন রায়। বয়স বছর ৭৪। বিকালেই মারা যান রোগী।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সাঁইথিয়া হাসপাতালে কর্তব্যরত নার্সকে ঘিরে বিক্ষোভ দেখান মৃত বৃদ্ধের আত্মীয় ও স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।

উল্লেখ্য, মৃত ব্যক্তি সাঁইথিয়ার বিজেপি নেত্রী পিয়া সাহার শ্বশুর। পিয়া সাহা বীরভূমের সাঁইথিয়ায় বিধানসভা ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন। তাঁর শ্বশুরের মৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পরে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande