
বিলাসীপাড়া (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমার চারুয়াখরা এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশেসন। প্রায় ৩,৫০০ বিঘা সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ দখল উচ্ছেদ করতে অর্ধশত বুলডজার ব্যবহার করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, আজকের অভিযানে প্রায় ৩,৫০০ বিঘা জমি দখলমুক্ত করা হবে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
অভিযানের তদারকি করছেন ঊর্ধ্বতন সাধারণ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি মুক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য এবং প্রয়োজন পড়লে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
তবে উচ্ছেদকৃত জমিকে পরবর্তীতে কীভাবে ব্যবহার করা হবে এবং উচ্ছেদের শিকার মানুষজনের বিষয়ে আপাতত কোনও সরকারি তথ্য জানানো হয়নি।
প্ৰসঙ্গত, গতকাল শোণিতপুর জেলার অন্তর্গত বুড়াচাপরি অভয়ারণ্যের প্রায় ৬,২০০ বিঘা জমিতে অভিযান চালিয়ে অবৈধ বসতি এবং কৃষিজমি উদ্ধার করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস