
কান্নুর, ৬ জানুয়ারি (হি.স.): কেরলের কান্নুরে উদ্ধার হল ১২টি দেশীয় পদ্ধতিতে বানানো বিস্ফোরক। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর মিলেছে। উত্তর কেরলের এই জেলায় দু'টি আলাদা জায়গা থেকে মোট ১২টি দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। মোকেরির থাঙ্গাল পিডিকার এর স্কুলের মাঠে আটটি যন্ত্রও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই মাঠে ত্রিপল দিয়ে ঢেকে রাখা চাদরের মধ্যে থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ