শান্তিপুরে মৃৎশিল্পীর গড়া মাটির প্রতিমা নষ্টের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে
নদিয়া, ৬ জানুয়ারি ( হি. স.)- মঙ্গলবার সকালে নদিয়ার শান্তিপুরে এক মর্মান্তিক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন মাতালগড় এলাকায় পলাশ দাস নামে এক মৃৎশিল্পীর কারখানা ও বাড়ির বাইরে রাখা
মূর্তি ভাঙ্গা


নদিয়া, ৬ জানুয়ারি ( হি. স.)- মঙ্গলবার সকালে নদিয়ার শান্তিপুরে এক মর্মান্তিক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন মাতালগড় এলাকায় পলাশ দাস নামে এক মৃৎশিল্পীর কারখানা ও বাড়ির বাইরে রাখা প্রায় ৭০ থেকে ৮০টি কালী ও সরস্বতী প্রতিমা ভেঙে তছনছ করার অভিযোগ উঠেছে স্থানীয় অমিত দে ও তার ভাই অসিত দে-র বিরুদ্ধে।মৃৎশিল্পী পলাশ দাসের অভিযোগ, সোমবার রাতে তিনি কারখানায় প্রতিমা তৈরির কাজ করছিলেন। সেই সময় মত্ত অবস্থায় অমিত দে এসে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পলাশ দাস জানান, তিনি অভিযুক্তকে অনুরোধ করেন কারখানা ছেড়ে চলে যেতে। এরপর তিনি কারখানা বন্ধ করে বাড়ি চলে যান।মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি এসে দেখেন, নির্মীয়মান প্রায় ৭০-৮০টি প্রতিমা ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজেও অভিযুক্ত দুই যুবকের উপস্থিতি দেখা গেছে বলে দাবি। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃৎশিল্পী ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাক, তারাও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande