কাছাড়ে উদ্ধার দুই কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ
শিলচর (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : রাজ্য পুলিশের মাদক-বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মধ্যরাতে শিলচর-আইজল সড়কের সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। পুলিশি অভিযানে প্রায় দুই কোটি টাকার ৪০৬ গ্রাম হেরোইন ভরতি ৪০টি সাবানের
হেরোইন সহ ধৃত তিন। রয়েছে এসএসপি পার্থপ্রতীম দাস (বাঁদিক থেকে পঞ্চম) সহ পুলিশের দল


বাজেয়াপ্তকৃত হেরোইনগুলি পরীক্ষা করার দৃশ্য


শিলচর (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : রাজ্য পুলিশের মাদক-বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মধ্যরাতে শিলচর-আইজল সড়কের সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। পুলিশি অভিযানে প্রায় দুই কোটি টাকার ৪০৬ গ্রাম হেরোইন ভরতি ৪০টি সাবানের কেস বাজেয়াপ্ত হয়েছে। এর সঙ্গে দুই মহিলা সহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।

কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার আইপিএস পার্থপ্রতিম দাস জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় নাকা পয়েন্ট গড়ে মাদক-বিরোধী অভিযান চালানো হয়েছিল। মধ্যরাতে এএস ১০ বিসি ০৬১৬ নম্বরের একটি বলেরো পিকআপ এবং এএস ১০ জে ০৬৭৬ নম্বরের হুন্ডাই ভেন্যু আসলে তার গতিরোধ করা হয়। দুটি গাড়িতে তালাশি চালিয়ে বলেরো পিকআপে কৌশলে তৈরি একটি গোপন চেম্বার থেকে সন্দেহভাজন হেরোইনগুলি উদ্ধার করা হয়।

মাদক পাচারের অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই মিজো তরুণী আছেন। গ্রেফতারকৃতরা যথাক্রমে শ্রীভূমি জেলার নিলামবাজার থানাধীন রূপারগুল গ্রামের বাসিন্দা কমরুল ইসলাম (২৩), একই জেলা ও থানাধীন কেউটকোণা গ্রামের হালিম উদ্দিন (২৫), শ্রীভূমি জেলার নিলামবাজার থানাধীন কেউটকোণা গ্রামের সারমিনা পারবিন (২২), মিজোরামের আইজল জেলার জেমা বাওক এলাকার হমুন পুই (৫০), এবং মিজোরামের চাম্পাই জেলার লালথানপুই (৪১)।

সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, মাদকবাহী গাড়িগুলি মিজোরামের চাম্পাই জেলা থেকে আসছিল। ঘটনার সঙ্গে জড়িত ফ্ৰন্ট এবং ব্যাক লাইনের নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারা রুজু করে তাদের গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande