
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : ব্যান্ডেল এবং বাঁশবেড়িয়া স্টেশনগুলির মধ্যে ওভারহেড যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার আপ এবং ডাউন ব্যান্ডেল - কাটোয়া লাইনে ৯০ মিনিট (০৫:১০ ঘন্টা থেকে ০৬:৪০ ঘন্টা) ‘ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক’ করা হয়। ফলে বাতিল হয় কাটোয়া থেকে: 37912, 37744 ব্যান্ডেল থেকে: 37745, হাওড়া থেকে: 37911 ট্রেন।
তাছাড়া, মঙ্গলবার 15712 কাটিহার – হাওড়া এক্সপ্রেস এবং 37742 কাটোয়া – ব্যান্ডেল লোকাল যথাক্রমে ৪০ মিনিট এবং ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত