কামারহাটিতে বন্ধ জুট মিল, কর্মহীন বহু শ্রমিক
বারাকপুর, ৬ জানুয়ারি (হি.স.): বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন জুটমিলে কর্মরত অন্তত হাজারখানেক শ্রমিক। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে কামারহাটির প্রবর্তক জুট মিলে কাজে আসেন শ্রমিকরা। ঢুকতেই তাঁরা দেখেন, অনির্দিষ্টকালের
কামারহাটিতে বন্ধ জুট মিল, কর্মহীন বহু শ্রমিক


বারাকপুর, ৬ জানুয়ারি (হি.স.): বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন জুটমিলে কর্মরত অন্তত হাজারখানেক শ্রমিক। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে কামারহাটির প্রবর্তক জুট মিলে কাজে আসেন শ্রমিকরা। ঢুকতেই তাঁরা দেখেন, অনির্দিষ্টকালের জন্য জুটমিল বন্ধের নোটিশ। মালিকপক্ষের তরফ থেকে এই নোটিশ ঝোলানো হয়েছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিক। যার জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। কাজ হারানো শ্রমিকদের দাবি, কারখানায় কাঁচা পাট রয়েছে। ঠিকমতো সবকিছু চলছিল। এরপরেও কেন বন্ধ হল মিল? যদিও জুটমিল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে কাঁচাপাটের দাম অনেকটাই বেশি। এই অবস্থায় কারখানা চালানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠছে। এদিকে কারখানা দ্রুত খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এই অবস্থায় কীভাবে চলবে সংসার, ভেবে দিশেহারা কাজ হারানো শ্রমিকরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande