
কলকাতা, ৬ জানুয়ারি ( হি. স.)- গত ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, প্রায় দুই ডিগ্রি কমে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের মতে, জানুয়ারি মাসে এটি স্বাভাবিকের তুলনায় বেশ কম। উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ১৮৯৯ সালের ২০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিগত ১০ বছরে জানুয়ারি মাসে কলকাতার তাপমাত্রা সাধারণত ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যেই ছিল। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, তবে বাতাসের গতিবেগ বৃদ্ধির ফলে রাজ্যে শীতের অনুভূতি বেড়েছে। আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। বীরভূম, পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি ও ২৪ পরগনায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী চার থেকে পাঁচ দিন শীতলতম দিন ও ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়