মেয়েরাই দুর্গা, তাঁদের নিরাপত্তা আগে দিক এই সরকার : লকেট চট্টোপাধ্যায়
গোসাবা, ৬ জানুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে সভা, মিটিং, মিছিল শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত বেলতলিতে রাজনৈতিক সভা করেন বিজেপি নেত্র
মেয়েরাই দুর্গা, তাঁদের নিরাপত্তা আগে দিক এই সরকার : লকেট চট্টোপাধ্যায়


গোসাবা, ৬ জানুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে সভা, মিটিং, মিছিল শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত বেলতলিতে রাজনৈতিক সভা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করেন এই বিজেপি নেত্রী। পাশাপাশি তিনি বলেন, “২০২১ সালে পারিনি, ২০২৪ পারিনি, তবে ২০২৬ সালে আমরাই পারবো সরকার গঠন করতে।”

সোমবারই গঙ্গাসাগর থেকে সুন্দরবনের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ঠিক তার পরের দিন এসে সুন্দরবন এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী লকেট। তিনি বলেন, “ সুন্দরবন নিয়ে এত এত গল্প করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সুন্দরবনের মানুষের জন্য উন্নয়ন কই? রাস্তা নেই, পানীয় জল নেই, নদী পারাপারের জন্য মজবুত জেটি নেই। এদিকে শুধুই গালগল্প দিচ্ছে এই সরকার।” কার্যত মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন লকেট। তিনি আরও বলেন, “৩০ শতাংশ মুসলমানদের ভোট নিয়ে উনি নিশ্চিত ছিলেন, তাঁরাও মুখ ঘুরিয়েছে। এবারের ভোটে সেই ফল হাতে নাতে টের পাবে তৃণমূল কংগ্রেস।” এছাড়াও রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন লকেট। তিনি বলেন, “মেয়েরাই আমাদের দুর্গা। তাঁদের কোনও নিরাপত্তা এই তৃণমূল সরকার দিতে পারছে না, আর এদিকে দুর্গা মন্দির করছে। মেয়েরাই তো আমাদের দুর্গা তাঁদের নিরাপত্তা আগে দিক এই সরকার।”

নির্বাচনের সময় ভোট লুট করতে এলে, বিজেপি কর্মীদের বাঁধা দিতে এলে নিজেদের গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ের ময়দানে নামার নির্দেশও দেন তিনি। লকেট বলেন, “ তৃণমূলের রক্ত চক্ষু উপেক্ষা করেও সুন্দরবনের গ্রামের মহিলারা এসেছেন বিজেপির সভায়। ফলে তাঁরা যে সাহসী তা নিয়ে সন্দেহ নেই। তাই ভোটের সময়ও এভাবে মনে সাহস রাখতে যাতে কেউ তাঁদের গণতন্ত্র হরন না করতে পারে।” বিজেপিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল বলেন, “গতকালও সুন্দরবনের মানুষের জন্য এক গুচ্ছ প্রকল্প উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। গদখালি থেকে এবার সরাসরি সড়ক পথে রো রো সার্ভিসের মধ্য দিয়ে গোসাবায় আসতে পারবেন সাধারণ মানুষ। তবুও এই বিজেপি মিথ্যা অভিযোগ করছে। আসলে ওঁদের চোখে ছানি পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওরা চোখে দেখে না। শুধু রাজনীতি করবে বলে একগুচ্ছ মিথ্যা কথা বলছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande