
বাগডোগরা, ৬ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির বাগডোগরার পুটিমারিতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় দুজনকে গ্রেফতার করলো বাগডোগরা থানার পুলিশ। ধৃতদের নাম বিট্টু সাহানী ও নিতেশ কুমার।
জানা গিয়েছে, গত ৩১শে ডিসেম্বর বাগডোগরার পুটিমারিতে পিকনিক চলাকালীন নিখিল লোহার নামে এক ব্যক্তির সঙ্গে কয়েকজন যুবকের বচসা বাঁধে।এরপর ব্যক্তিকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।বুকের হাড় ভেঙে যায় নিখিল লোহারের। মৃত্যু হয় তার।
ঘটনার পর বেশ কয়েকজনের নামে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী অষ্টমী লোহার। এরপর থেকে গা ঢাকা দেয় অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
সোমবার রাতে বাগডোগরার তারবান্দা এলাকা থেকে বিট্টু সাহানী ও নিতেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি