
শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এবং বাগডোগরা থানার পুলিশ আবারও মাদকের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে বাগডোগরার সিংঝোরা চা বাগানের ছয় নম্বর সেকশন এলাকায় রেললাইনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে দশ প্যাকেট থেকে মোট এক কুইন্টালেরও বেশি গাঁজা উদ্ধার করে। পুলিশ আসার আগেই চালক পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্যবহার করে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে, বাগডোগরা পুলিশ স্টেশন গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, তা তদন্ত করছে। পলাতক চালকের খোঁজও শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি