‘মিশন যাত্রী সুরক্ষা’ অভিযানে সাফল্য, শিয়ালদহ ও হাওড়া স্টেশনে চার টপিবি অপরাধী গ্রেফতার
কলকাতা, ৬ জানুয়ারি ( হি. স.)- পূর্ব রেলের যাত্রী সুরক্ষা আরও জোরদার করতে ‘মিশন যাত্রী সুরক্ষা’ অভিযানের আওতায় বড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। শিয়ালদহ ও হাওড়া রেলস্টেশনে পৃথক অভিযানে যাত্রীদের মালপত্র চুরির সঙ্গে যুক্ত চারজন শীর
গ্রেফতার


কলকাতা, ৬ জানুয়ারি ( হি. স.)- পূর্ব রেলের যাত্রী সুরক্ষা আরও জোরদার করতে ‘মিশন যাত্রী সুরক্ষা’ অভিযানের আওতায় বড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। শিয়ালদহ ও হাওড়া রেলস্টেশনে পৃথক অভিযানে যাত্রীদের মালপত্র চুরির সঙ্গে যুক্ত চারজন শীর্ষ টপিবি (থেফট অব প্যাসেঞ্জার্স বিলংগিংস) অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের আরপিএফ কর্মীরা স্টেশন চত্বরে বিশেষ নজরদারি ও প্রতিরোধমূলক তল্লাশি চালান। সেই অভিযানে চারজন অভিযুক্তকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে চারটি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা।গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দু’জন অভিযুক্ত ও উদ্ধার হওয়া চারটি মোবাইল ফোন শিয়ালদহ জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অপর দু’জন অভিযুক্তকে হাওড়া জিআরপি-র কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে পূর্বে নথিভুক্ত মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।আরপিএফ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল চত্বরে নজরদারি ও আইন প্রয়োগ আরও কঠোর করা হবে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande