
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : “আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক চা বাগানে গত চার থেকে পাঁচ মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছেন না।” মঙ্গলবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চা বাগানগুলোর সামগ্রিক পরিস্থিতির জন্য তিনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের ব্যর্থতাকে দায়ী করেন।
তিনি বলেন, “মধু, ভার্নাবাড়ি, লঙ্কাপাড়া, রামঝোড়, চামুর্চি, আমবাড়ি, দেবপাড়া, মোগলকাটা, রেড ব্যাংক, রায়পুর সহ বহু চা বাগান কার্যত বন্ধ বা সংকটজনক অবস্থায় রয়েছে। অবিলম্বে শ্রমিকদের পাঁচ মাসের বকেয়া বেতন মেটানোর দাবি জানান।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার চা বাগানের জমির ১৫ থেকে ৩০ শতাংশ বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি দিয়ে চা শিল্প ধ্বংসের পরিকল্পনা করছে।
বিরোধী দলনেতা বলেন, ২০০৬ সালের ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী চা বাগান শ্রমিকদের জমির মালিকানা বা অধিকার পাওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকার সেই আইন কার্যকর করেনি। একমাত্র এই রাজ্যেই ফরেস্ট রাইটস অ্যাক্ট মানা হচ্ছে না বলে তিনি দাবি করেন। লিজ বা ভাড়াটিয়া ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত