
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : পি.সি. সরকার সিনিয়র (প্রতুল চন্দ্র সরকার) ছিলেন কিংবদন্তি ও আন্তর্জাতিক মানের জাদুকর। তিনি 'ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ম্যাজিক' হিসেবে পরিচিত। তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “আধুনিক ভারতীয় জাদুর জনক, পি.সি. সরকার সিনিয়রকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি।”
পি.সি. সরকার সিনিয়র ১৯৫০-৬০ এর দশকে তাঁর 'ইন্দ্রজাল' প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় এবং বিশ্ব মঞ্চে জাদুকে এক নতুন উচ্চতায় নিয়ে যান, যেখানে তাজমহল বা ট্রেন অদৃশ্য করার মতো অবিশ্বাস্য কৌশল দেখানো হত। তিনি ১৯৬৯ সালে জাপানে জাদু দেখানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৭১ সালের ৬ জানুয়ারি মারা যান। ভারতীয় জাদুর ইতিহাসে এক বিরাট ক্ষতি ছিল সেটি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত