
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা করবেন তিনি। শিল্প চলে যাওয়ার ১৮ বছর পরে, আগামী ১৮ জানুয়ারি শিল্প হারা সিঙ্গুরেই রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা।
জানা যাচ্ছে, ওই দিনই সিঙ্গুর থেকে হুগলি-পুরুলিয়া লোকালের উদ্বোধন হবে। সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর।
অমিত শাহের সফরের পরপরই চলতি জানুয়ারিতে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সম্প্রতি নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর একটি প্রকাশ্য জনসভা করার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানে তাঁর হেলিকপ্টার নামতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরের জনসভায় বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
সেই ভাষণে তিনি একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ‘বদল’-এর ডাক দেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত