বিজেপির আই টি সেল এর নির্দেশেই কাজ করছে নির্বাচন কমিশন অভিযোগ মুখ্যমন্ত্রীর
গঙ্গাসাগর, ৬ জানুয়ারি (হি. স.) : এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়ে এসআইআরের কাজ করছে কমিশন। যার ফলে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গল
গঙ্গাসাগরে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন


গঙ্গাসাগর, ৬ জানুয়ারি (হি. স.) :

এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়ে এসআইআরের কাজ করছে কমিশন। যার ফলে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভুলভাল কাজ করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে।’ এই বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলেও অভিহিত করেন তিনি।

এর আগে সোমবারও গঙ্গাসাগর থেকে এসআইআরের সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হেনস্থা করছে, তার বিরুদ্ধে আদালতে যাব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে কথা বলব।’ উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই তিনবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande