১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মুরগি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুইজনের
বাগনান, ৬ জানুয়ারি ( হি. স.) : মঙ্গলবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ দায় সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। মৃতদের নাম পার্থপ্রতিম গেঁড়ে (বয়স ৪৪) এবং পরান দেওয়ানী (
দুর্ঘটনা


বাগনান, ৬ জানুয়ারি ( হি. স.) : মঙ্গলবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ দায় সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। মৃতদের নাম পার্থপ্রতিম গেঁড়ে (বয়স ৪৪) এবং পরান দেওয়ানী (বয়স ৪২)। দু’জনেই নবাসন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পার্থপ্রতিম ও পরান একটি মুরগি বোঝাই গাড়ি নিয়ে কাজ সেরে নবাসনের বাড়িতে ফিরছিলেন। সেই সময় বরুণ দায় এলাকায় জাতীয় সড়কের উপর রাস্তার পাশে দাঁড় করানো একটি চার চাকার গাড়ির পিছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।আশপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বাগনান হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নবাসন গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande