
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : “এসআইআর চলাকালীন বহু চা বাগান শ্রমিকের কাছে জন্ম বা শিক্ষাগত শংসাপত্র না থাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।” সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে তিনি এ কথা জানান। এই বিষয়ে দার্জিলিং ও উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকার পরিস্থিতি তুলে ধরে সাংসদ রাজু বিস্তার লিখিত আবেদনের কথা তিনি উল্লেখ করেন।
বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে থাকা নথিকে এসআইআর-এর বৈধ দলিল হিসেবে গ্রহণ করতে হবে, যাতে একজন চা বাগান শ্রমিকের নামও ভোটার তালিকা থেকে বাদ না যায়। তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন এই যুক্তিসঙ্গত দাবি গ্রহণ করবে।
শুভেন্দু অধিকারী বলেন, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যে প্রায় ১ কোটি ২৪ লক্ষ ভোটদাতা বেড়েছে, যা জনসংখ্যাগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই কারণেই স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে এসআইআর প্রক্রিয়াকে তিনি সমর্থন করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বেআইনিভাবে ডোমিসাইল, জন্ম এবং অন্যান্য শংসাপত্র দিয়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা চলছে।
প্রশাসনিক স্তরে অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইউপিএসসি-র চিঠিতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক নিয়োগে নিয়মভঙ্গের বিষয় স্পষ্ট হয়েছে। সিনিয়র অফিসারদের বঞ্চিত করে জুনিয়রদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে এবং বেআইনি কাজের জন্য প্রশাসনিক সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
শেষে তিনি বলেন, ভোটার তালিকায় ভুয়ো বা মৃত ভোটার ইচ্ছাকৃতভাবে রাখার চেষ্টা হলে বিজেপি আইনি পথে যাবে এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। চা বাগান শ্রমিকদের নিয়ে রাজনীতি নয়, তাদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বিরোধী দলনেতা।
চা বাগান শ্রমিকদের বেতন সংকট, জমির অধিকার, ভোটার তালিকা সংশোধন (SIR) এবং প্রশাসনিক অনিয়ম নিয়েও এদিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত