(আপডেট) শিলিগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গুলি, জখম শিশু-সহ ৫
শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি. স.) : সপ্তাহের দ্বিতীয় কাজের দিন ব্যস্ত সময় দুর্ঘটনা। শিলিগুড়ির বিধাননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন শিশু-সহ ৫ জন। জখমদের মধ্যে আছেন দুই মহিলা ও দুই পুরুষ। গোলাগুলির জেরে প্রবল আত
(আপডেট) শিলিগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গুলি, জখম শিশু-সহ ৫


শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি. স.) : সপ্তাহের দ্বিতীয় কাজের দিন ব্যস্ত সময় দুর্ঘটনা। শিলিগুড়ির বিধাননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন শিশু-সহ ৫ জন। জখমদের মধ্যে আছেন দুই মহিলা ও দুই পুরুষ। গোলাগুলির জেরে প্রবল আতঙ্কে বন্ধ ব্যাঙ্কের কাজ থাকে বেশ কিছুক্ষণ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চলেছে। তবে আসল ঘটনা কী, তা জানতে তদন্তে নামে বিধাননগর থানার পুলিশ। ব্যাঙ্কের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাঙ্কটি ঘিরে রাখা হয়। পরিষেবা বন্ধ থাকে।

বিধাননগরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে মাসের ষষ্ঠ দিনে বেশ ভিড় ছিল। টাকা লেনদেনের দীর্ঘ লাইন। এমন সময় হঠাৎ গুলির শব্দ। ব্যাঙ্কের ভিতরে চলে ছররা গুলি। তাতে জখম হন এক শিশু-সহ ৫ জন। চরম আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।

পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, ব্যাঙ্কের বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষী ভিতরে এসেছিলেন। অসাবধানতাবশত তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে যাওয়ায় তা থেকে সকলের নজর এড়িয়ে গুলি চলে।

পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে পাঠায়। সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মনে করা হচ্ছে, জখমরা সকলেই ব্যাঙ্কের গ্রাহক। নিরাপত্তারক্ষীর হাত থেকে বন্দুক পড়ে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এসডিপিও (নকশালবাড়ি) সৌম্যজিৎ রায় খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, “আমরা পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কর্মীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande