
কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.) বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সমগ্র বাংলাদেশ এখন উগ্রপন্থীদের হাতে। মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পুরো বাংলাদেশ উগ্রপন্থীদের হাতে চলে গেছে। সেখানেও এটা ঘটছে এবং এখানেও ঘটছে। গতকাল মহিষাদলে দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ নদিয়ার কৃষ্ণনগরে দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ঘটনা সেখানেও ঘটছে, এখানেও ঘটছে। হিন্দুদের ওপর, হিন্দু সংস্কৃতির ওপর, হিন্দু দেব-দেবীর ওপর এবং হিন্দু পরিচয়ের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এক ধরনের লোকেরাই এই কাজ করছে। উগ্রপন্থী, মৌলবাদী, যারা জিহাদি রাজনীতি ও জামাতি রাজনীতি করে, তারা হিন্দুদের নিশ্চিহ্ন করে দিতে চায়। বাংলাদেশে অবশিষ্ট যে মুষ্টিমেয় হিন্দুরা আছেন, তাদেরও নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানেও হিন্দুরা সমস্যায় আছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ