বিমানবন্দর-সংলগ্ন মসজিদ কখন ভাঙা হবে, প্রশ্ন তথাগতের
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : কলকাতা বিমানবন্দর-সংলগ্ন মসজিদ কখন ভাঙা হবে, সেই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কলকাতার এনএসসিবিআই বিমানবন্দরের ভেতরে অবস্থিত একটি মসজিদ দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের প
তথাগত রায়


কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : কলকাতা বিমানবন্দর-সংলগ্ন মসজিদ কখন ভাঙা হবে, সেই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কলকাতার এনএসসিবিআই বিমানবন্দরের ভেতরে অবস্থিত একটি মসজিদ দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। খুব কম সংখ্যক মুসলিম এটি ব্যবহার করেন। কিন্তু (যথাযথভাবে) হিংস্র মোল্লারা এটি অন্যত্র স্থানান্তর করতে রাজি হবেন না। তাহলে আমরা কখন এটি ভেঙে ফেলব?”

এক্সবার্তায় ‘হিন্দু এক্সিসটেন্স’ লিখেছে, “উত্তরপ্রদেশে অভিযানে, সম্ভলে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দুটি মসজিদ এবং একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, বিদ্যুৎ চুরি বন্ধ করা হয়েছে।” এই বার্তার যোগসূত্র যুক্ত করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ওই রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ, বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতির এক্স হ্যান্ডলে। এটির সূত্রেই তথাগতবাবু এদিন প্রশ্ন তুলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande