
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স. ) : “গড়গোদার বাংলা পক্ষ হঠাৎ প্রচন্ড শীতের মধ্যে শীতঘুম থেকে জেগে উঠেছে। কারা এই বাংলা পক্ষ?” বাঙালিদের তথাকথিত জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের নামের বিকৃতি এনে সংহতি চেষ্টা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “মমতা এদের খাড়া করেছিল পশ্চিমবঙ্গে বাংলাভাষী ও হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের মধ্যে শত্রুতা সৃষ্টির জন্য, এবং ভারতীয় বাঙালি হিন্দুরা যে হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের চেয়ে বাংলাদেশী মুসলমানদের বেশি নিকট সেটা দেখাবার জন্য।
মমতার ছক ছিল, পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের মারধর করবে। তখন যেসব বাঙালি পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেছে তাদের উপর প্রতিক্রিয়া হবে। তখন মমতা সারা ভারতে বাঙালির পরিত্রাতা হিসাবে আত্মপ্রকাশ করবে।
কিন্তু সে গুড়ে বালি। পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা সে ফাঁদে পা দেয় নি, তারা হিন্দিভাষী ভারতীয় নাগরিকদের প্রতি কোন শত্রুতা পোষণ করে নি। অপরপক্ষে বাংলাদেশে একের পর এক হিন্দু খুনের ফলে পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালি হিন্দুরা বাংলাদেশী মুসলমানদের ঘৃণা করতে আরম্ভ করেছে।
মমতার দুটো ছকই ভেস্তে গেছে। আর গড়গো উন্মাদের মত হাউ হাউ করেই যাচ্ছে, কারণ মমতা আর তাকে পয়সা দেবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত