জম্পুই হিলে ভাঙচুরে উত্তেজনা, পর্যটকদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান স্থানীয়দের
কাঞ্চনপুর (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার জম্পুই হিলের মনপুই এলাকায় দুষ্কৃতকারীদের ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি স্থানীয় বাগানের গাছ
ত্রিপুরা পুলিশ


কাঞ্চনপুর (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার জম্পুই হিলের মনপুই এলাকায় দুষ্কৃতকারীদের ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি স্থানীয় বাগানের গাছ কেটে ফেলে এবং মিজো কনভেনশনের সাইনবোর্ডও ক্ষতিগ্রস্ত করে।

এই ঘটনায় জাম্পুই হিলের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ত্রিপুরার অন্যতম পরিচ্ছন্ন ও জনপ্রিয় এই পাহাড়ি পর্যটন কেন্দ্রটি ভাঙচুরের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা দুঃখ ও উদ্বেগের সুরে প্রতিক্রিয়া জানান। স্থানীয়রা জানান, জম্পুই হিল বরাবরই পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে, তবে পরিবেশ রক্ষা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে দর্শনার্থীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

একজন প্রবীণ বাসিন্দা বলেন, “জম্পুই হিলে সবাইকে স্বাগত। তবে অনুরোধ, আবর্জনা ফেলবেন না, প্রকৃতিকে ক্ষতি করবেন না এবং সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে বিরত থাকুন। আমাদের সংস্কৃতি ও রীতিনীতিকে সম্মান করুন।”

স্থানীয়দের আশঙ্কা, এই ধরনের বারবার ভাঙচুরের ঘটনা জম্পুই হিলের সুনামকে ক্ষুণ্ন করতে পারে। এরই প্রেক্ষিতে সম্প্রদায়ের নেতারা দায়িত্বশীল পর্যটনের ওপর জোর দিয়েছেন। তাদের বক্তব্য, “পর্যটনের আনন্দ উপভোগ করুন, তবে দায়িত্বের সাথেই করুন।”

এই ঘটনার পর পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা বাড়ানো, নজরদারি জোরদার করা এবং জনসচেতনতা কর্মসূচি গ্রহণের দাবি উঠেছে। বাসিন্দাদের মতে, পরিবেশগত ও সাংস্কৃতিক অখণ্ডতা বজায় রেখেই দর্শনার্থীরা যেন এই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারেন—এটা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande