
বাসন্তী, ৬ জানুয়ারি (হি.স.): পুরাতন শত্রুতার জেরে মদে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল অভিযুক্ত যুবক রফিক সর্দার। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চারজন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। বাকি একজন এখনও চিকিৎসাধীন একটি বেসরকারি নার্সিং হোমে। বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর করমদীনিবাটি এলাকার ঘটনা। এই ঘটনায় রফিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টাকা পয়সা নিয়ে রফিকের সঙ্গে বিবাদ ছিল গুলমাচন মোল্লার (৫০)। এ নিয়ে রফিককে নানা ভাবে অপমানও করেছিল গুলমাচন। সেই থেকেই মনে রাগ পুষে রেখেছিল রফিক। গুলমাচনকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু বিষয়টি এতটাই সন্তর্পণে করতে চেয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। সপ্তাহ দুয়েক আগে গুলমাচানকে মদের ঠেকে ডাকে রফিক। কিন্তু গুলমাচান একা না এসে নিজের কয়েকজন সঙ্গীকে নিয়ে আসে সেখানে। সেখানেই সকলকে বিষ মদ খাইয়ে দেয় রফিক। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অন্তত চারজন। গুরুতর অসুস্থ অবস্থায় সকলকেই কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সপ্তাহ খানেক আগে মৃত্যু হয় গুলমাচানের। মঙ্গলবার সকালে মৃত্যু হয় রিয়াজউদ্দিন খাঁ (৩৫) ও মহিবুল্লা সেখের(৪০)। ঘটনায় আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মৃত্যুর ঘটনার কথা মঙ্গলবার সকালে এলাকায় এলে সেখানে উত্তেজনা ছড়িয়েছে। বাসন্তী থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকেই এলাকায় মোতায়েন রয়েছে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্ত রফিক নিজের সমস্ত দোষ স্বীকার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা