
পশ্চিম সিংভূম, ৬ জানুয়ারি (হি.স.): বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর দুই সন্তানের। তাঁর অপর এক সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, গোইলকেরা ব্লকের জঙ্গল এলাকায় একটি কাঠের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন ওই ব্যক্তি। সোমবার রাতে সেই বাড়িতেই হামলা চালায় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সন্তান-সহ বাবার। ওই ব্যক্তির এক মেয়েও আহত হয়েছে| মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ