কালিয়াচকে গুলিবিদ্ধ এক, আহত আরও দুই
মালদা, ৬ জানুয়ারি (হি.স.): মালদায় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। আগ্নেয়াস্ত্রের বাটের আঘাতে জখম হয়েছেন আরও দু''জন। মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচকের নওদা যদুপুরের কাশিমনগর গ্রামের ঘটনা। তিন জনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকলের
কালিয়াচকে গুলিবিদ্ধ এক, আহত আরও দুই


মালদা, ৬ জানুয়ারি (হি.স.): মালদায় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। আগ্নেয়াস্ত্রের বাটের আঘাতে জখম হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচকের নওদা যদুপুরের কাশিমনগর গ্রামের ঘটনা। তিন জনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকলের বাড়ি নওদা যদুপুর পঞ্চায়েতের নয়াগ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে গোলমাল চলছে নয়াগ্রাম ও কাশিমনগর গ্রামের বাসিন্দাদের একাংশের মধ্যে। অভিযোগ, এ দিন সকালে পেশায় পানীয় জল বিক্রেতা জালালউদ্দিনকে ডেকে নিয়ে গিয়ে কাশিমনগরে গুলি করা হয়। তাঁর পেটে গুলি লাগে। খবর পেয়ে জালালউদ্দিনের ভাইপো সাদ্দাম ও ছেলে সামিম গেলে তাঁদেরও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande