হাওড়া কমিশনারেট থেকে বদলি, পূর্ব মেদিনীপুরের ডেপুটি এসপি হলেন মোহিত মোল্লা
কলকাতা, ৬ জানুয়ারি ( হি. স.)- পশ্চিমবঙ্গ পুলিশে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি ড. মোহিত মোল্লাকে পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ করা হল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্ট
বদলি এসিপি থেকে ডিসিপি


কলকাতা, ৬ জানুয়ারি ( হি. স.)- পশ্চিমবঙ্গ পুলিশে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি ড. মোহিত মোল্লাকে পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ করা হল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের তরফে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজনে একাধিক পুলিশ আধিকারিকের বদলি ও পদায়ন করা হয়েছে। সেই তালিকাতেই হাওড়া কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদে কর্মরত ড. মোহিত মোল্লাকে পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি এসপি (ডি অ্যান্ড টি) পদে পাঠানো হয়েছে। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, তাঁকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। দীর্ঘদিন ধরে হাওড়া কমিশনারেট এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে ড. মোহিত মোল্লার। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি পুলিশের মহলে পরিচিত মুখ। তাঁর এই বদলির ফলে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। একই সঙ্গে ওই নির্দেশিকায় পুর্ব মেদিনীপুর ও পুর্ব বর্ধমান জেলার একাধিক পুলিশ আধিকারিকেরও রদবদল করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই বদলি পুরোপুরি নিয়ম মেনেই এবং জনস্বার্থে করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande